Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব ডিগ্রি কলেজের এইচএসসির ফলাফল সন্তোষজনক
ডিগ্রি

মতলব ডিগ্রি কলেজের এইচএসসির ফলাফল সন্তোষজনক

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মতলব সরকারি ডিগ্রি কলেজের ফলাফল সন্তোষজনক হয়েছে। কলেজ পর্যায়ে ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে মতলব সরকারি ডিগ্রি কলেজের ফলাফল শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে ৩ টি বিভাগের মোট ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬৭ জন, ফেল করেছে ১৩৪ জন।গড় পাশের হার ৬৬.৫৮ শতাংশ। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬ জন,বিজ্ঞান বিভাগ থেকে ৩জন। তারা হলেন সুমাইয়া আক্তার, ইতি আক্তার,আহমেদ ইয়াসিন,,মানবিক বিভাগের ২ জন, তারা হলেন- আমান উল্লাহ, গোলাম রসুল সাদি এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১জন, তিনি হলেন ফাতেমা।

এদিকে বিজ্ঞান বিভাগ থেকে ১৩২ জনের মধ্যে পাশ করেছে ১০৯ জন,ফেল করেছে ২২ জন, মানবিক বিভাগ থেকে ১৪৪ জনের মধ্যে পাশ করেছে ৯১ জন,ফেল করেছে ৪৯ জন,ব্যবসায় শিক্ষা বিভাগের ১৩১ জনের মধ্যে পাশ করেছে ৬৭ জন,ফেল করেছে ৬৩ জন। অপরদিকে এইচএসসি বিএম শাখা থেকে ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৬ জন।ফেল করেছে ৬ জন। গড় পাশের হার ৯২. ৮৬ শতাংশ।

কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালম আজাদ বলেন, ফলাফল সন্তোষজনক হলেও সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হলে আমাদের কলেজের ফলাফল আরো ভালো হত।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ অক্টোবর ২০২৪