মতলব জেবি সরকারি পাইলট উবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
মতলবগন্জ জগবন্ধু বিশ্বনাথ (জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জায়গার গাছ কেটে ফেলার অভিযোগে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনজিল হোসেন এর বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও মতলবগন্জ জগবন্ধু বিশ্বনাথ (জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলবগন্জ জগবন্ধু বিশ্বনাথ (জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে অত্র বিদ্যালয়ের জায়গার উপর হওয়া বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার একটি সরেজমিন প্রতিবেদন চাঁদপুর টাইমসে প্রকাশিত হলে সংবাদটি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। সাথে সাথে তিনি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাবেদ হোসেন চৌধুরীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউসুল পাটোয়ারী ও উপজেলা বন কর্মকর্তা। তদন্ত কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রধান শিক্ষক বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
এদিকে গত শনিবার ৩ মে মতলবগন্জ জগবন্ধু বিশ্বনাথ (জেবি) পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগসাজশে বিদ্যালয়ের জায়গার ২৫ থেকে ৩০ টি ফলজ গাছ কেটে ওই জায়গা দখলের পায়তারা করছে এমন খবর পেয়ে প্রাক্তন ছাত্র মিরাজ মাহমুদ জিসানসহ অসংখ্য প্রাক্তন ছাত্ররা প্রতিবাদ করেন।
একপর্যায়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনকে মোবাইলে অবহিত করলে তিনি তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি জাবেদ হোসেন চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান।তিনি সরেজমিনে এসে গাছ কাটার বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসার সিদ্ধান্ত নেয়া হয়।গতকাল রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন এবং প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজিল হোসেন বিদ্যালয়ের জায়গার গাছ কেটে ফেলার অভিযোগ স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি আমজাদ হোসেনকে অবহিত না করে নিজের মনগড়া ভাবে গাছগুলো কেটেছেন বলেও তিনি স্বীকার করেন।প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবী প্রাক্তন ছাত্রদের।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ মে ২০২৫