মতলব জেবি সরকারি ও বালিকা উবির পাঠ্যপুস্তক বিতরণ

আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যোর পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। পহেলা জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০ টায় মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী।অনুষ্ঠানটি উপস্থাপন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন ও জহির ফরাজী। পরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রদের হাতে নতুন বছরের নতুন তুলে দেন অতিথিবৃন্দ।

অপরদিকে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন।এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আল মহসিন প্রধান, মোঃ ইকবাল হোসেন সরকার, মোঃ মিরান হোসেন মিয়াজী,সহকারী প্রধান শিক্ষক মোঃ মিরান হোসেন মিয়াজী প্রমুখ। পরে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের হাতে হাতে বিনামূল্যের বই তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১ জানুয়ারি ২০২৩

Share