মতলব জেবি সরকারি উবির ফলজ গাছ কাটার অভিযোগ

মতলবগঞ্জ জগবন্ধু বিশ্বনাথ ( জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনজিল হোসেনের বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন জাতের ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং স্থানীয় এলাকাবাসী শনিবার (৩ মে) সকালে গাছ কাটতে দেখে প্রতিবাদ করেন। তবে গাছ কাটার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনজিল হোসেনকে সেখানে পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মতলব সরকারি হাসপাতালের পূর্বদিকে কলাদী ঘোষপাড়া এলাকায় মতলবগন্জ জগবন্ধু বিশ্বনাথ (জেবি) পাইলট উচ্চ বিদ্যালয়ের (কড়ই তলা সংলগ্ন) জায়গার উপর হওয়া বিভিন্ন জাতের ফলজ গাছ ও গাছের চারা কাটছেন কয়েকজন লোক। এ সময় গাছগুলো কাটার নির্দশনা দিচ্ছেন নেয়ামত নামে এক ব্যক্তি।

মতলবগম্জ জগবন্ধু বিশ্বনাথ (জেবি) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিরাজ মাহমুদ জিসান বলেন, বিদ্যালয়ের জায়গার উপর হওয়া প্রায় ২৫/৩০ টি বিভিন্ন ফলের গাছ ও চারা কেটে তা স্তুপ করছে কয়েকজন লোক। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন,আমরা প্রধান শিক্ষক মহোদয়ের নির্দেশ মোতাবেক গাছগুলো কেটেছি।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনকে স্থানীয় এলাকাবাসী মোবাইলের মাধ্যমে অবহিত করলে তিনি তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি জাবেদ হোসেন চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান।

মতলবগন্জ জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জায়গার গাছ কেটে জায়গা দখলের পায়তারা হচ্ছে এমন সংবাদ যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়লে প্রাক্তন ছাত্র ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে এ ঘটনার জোড়ালো প্রতিবাদ জানান। প্রাক্তন ছাত্র ভিপি জাকির, মজিব সরকার, মাসুদুল হক সোহাগ, সেলিমসহ উপস্থিত আরো অনেকেই প্রশাসনের নিকট দাবী জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার অনুমতি নিয়ে অন্যায়ভাবে এ ফলজ গাছগুলো কেটেছে তার সুষ্ঠু তদন্তপূবক ব্যবস্থা নিতে হবে।

এ ব্যপারে সহকারী কমিশনার( ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন গাছ কাটার কারন সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মোবাইলের মাধ্যমে জানতে চাইলে তিনি জানান জায়গাটি পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য শ্রমিক নেয়া হয়েছে। কিন্তু গাছগুলো কাটতে বলেন নি।

তবে প্রধান শিক্ষকের বক্তব্যর সাথে ওখানে দায়িত্ব দেয়া নেয়ামতের বক্তব্যের কোন মিল পাওয়া যায়নি।

এ বিষয়টি নিয়ে রবিবার ( আজ) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসা হবে বলে উপস্থিত লোকজনকে জানিয়ে দেন সহকারী কমিশনার ভূমি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনজিল হোসেনের মেবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ মে ২০২৫