চাঁদপুরের মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীর বিদায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল এর দায়িত্ব গ্রহন অনুষ্ঠান রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জাভেদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী।
আরো বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী,ওনার সহধর্মিণী আমান উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা পাটোয়ারী, শিক্ষানুরাগী ডাঃ জালাল উদ্দীন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার ভুইয়া,মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান,মাওলানা মনিরুল হক,মতলব জগবন্ধু সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক ইয়াসমিন আক্তার পলি, এমরান হোসেন প্রমুখ।
পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীকে সন্মাননা উপহার ও ক্রেস্ট প্রূান করা হয়। অপরদিকে সিনিয়র শিক্ষক আব্দুল আউয়ালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২৯ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur