মতলব জেবি সরকারি উবির প্রাক্তন শিক্ষককে স্মরণে দোয়া

মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মরহুম নুরুল ইসলাম এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।শুক্রবার বাদ জুমা মতলব হাই স্কুল জামে মসজিদে মরহুম নুরুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদের আয়োজন করেন এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান,সদস্য এসএম সেলিম, সদস্য মোজাম্মেল হক খোকন, ১৯৮৮ ব্যাচের ছাত্র সোহাগ পাঠান। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের ইমাম ওখতিব মাওলানা মনজুর আহমেদ ও মুয়াজ্জিন বিল্লাল হোসেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৪ জুন ২০২৪

Share