মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উবির প্রধান শিক্ষকের বিদায়

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজিল হোসেনের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজিল হোসেনের অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ এবং অত্র বিদ্যালয়ের বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজিল হোসেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, নাসরিন আক্তার, সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসেন খান,মোহাম্মদ জাভেদ হোসেন এবং শিক্ষার্থী অপূর্ব কুমার রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আল আমিন।

আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ মনজিল হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ মে ২০২৫