মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলার বর্তমান ও সাবেক খেলোয়াড়দের আয়োজনে মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী মতলব নিয়ে হোস্টেল মাঠে রোববার (১ জুন) বিকাল ৪ টায় সেমিফাইনাল খেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিফাইনাল (১ম পর্ব) খেলায় ব্যাচ-২০২৪ দলকে ১-০ গেলে হারিয়ে বাইশপুর আল মদিনা সুপার মার্কেট বিজয় লাভ করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহিরের সভাপতিত্বে ও মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজক ফয়সাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির উপদেষ্টা ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মুজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,মতলব, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ক্রীড়া সম্পাদক মোস্তফা গাজী,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ জুন ২০২৫