মতলব খাদেরগাঁও ইউপি নির্বাচনে ৩৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে শুক্রবার (১৪ অক্টোবর) প্রতীক বরাদ্দ দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাহের ভূঁইয়া।

ইউনিয়নের ৩৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তন্মোধ্যে চেয়ারম্যান পদে ৪ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনজুর হোসেন (রিপন মীর) প্রতীক নৌকা, বিএনপি’র মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রতীক ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. ইয়াছিন প্রতীক হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম প্রতীক চশমা।

সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের জোসনা বেগম প্রতীক কলম, জহুরা বেগম প্রতীক বই, ২নং ওয়ার্ডের মোসাম্মৎ জেসমিন আক্তার প্রতীক বই, রানু বেগম প্রতীক মাইক, লাভলী প্রতীক কলম, ৩নং ওয়ার্ডের মিনু বেগম প্রতীক মাইক, শিরিন আক্তার প্রতীক কলম।

সাধারণ আসনের ১নং ওয়ার্ডে মো. জুলহাস প্রতীক তালা, মো. মোজাম্মেল হক প্রতীক মোরগ, মো. মনির প্রতীক ফুটবল, ২নং ওয়ার্ডে অঞ্জন কুমার সরকার প্রতীক তালা, তাপস সরকার প্রতীক ফুটবল, যোগেশ মল্লিক প্রতীক মোরগ, ৩নং ওয়ার্ডে একক প্রার্থী মো. জসিম উদ্দিন প্রধান (নির্বাচিত), ৪নং ওয়ার্ডে মো. আব্দুল মজিদ প্রধান প্রতীক ফুটবল, মো. জসিম প্রতীক মোরগ, মো. মহসীন প্রধান প্রতীক তালা, ৫নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক প্রতীক মোরগ, মো. খোকন দেওয়ানজী প্রতীক তালা, আব্দুর রহিম প্রতীক টিউবওয়েল, আব্দুল জব্বার প্রতীক আপেল, মো. আবুল কালাম দেওয়ানজী প্রতীক ফুটবল, মো. বাসার মিজি প্রতীক ঘুড়ি, মো. সফিক প্রতীক বৈদ্যুতিক পাখা, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ সামছুল আলম প্রতীক তালা, মো. কাউছার প্রধান প্রতীক ফুটবল, মো. সুরুজ্জামাল মিজি প্রতীক মোরগ, ৭নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন প্রতীক মোরগ, মো. দেলোয়ার হোসেন প্রতীক ফুটবল, মো. রফিকুল ইসলাম প্রধান প্রতীক টিউবওয়েল, ৮নং ওয়ার্ডে নুরুল আমিন প্রতীক ফুটবল, মো. জাহাঙ্গীর মিয়াজী প্রতীক তালা, শেখ ফজলুল করিম সেলিম (বর্তমান মেম্বার) প্রতীক মোরগ ও ৯নং ওয়ার্ডে মো. মাঈন উদ্দিন মিয়াজী প্রতীক মোরগ, মো. হাবীব উল্লাহ প্রতীক ফুটবল।

প্রার্থীরা প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকেই প্রচারণা শুরু করে দিয়েছেন।

অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯ শ ৯৯ জন, পুরুষ ৭৪৬৬ এবং মহিলা ৭৫৩৩ জন। আগামী ৩১ অক্টোবর ভোট গ্রহণ হবে।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ এএম, ১৪ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

Share