মতলব বাজার ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কমিটি বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সমিতির নির্বাচন কমিশনার মোসলেহ উদ্দিন আহমাদের সভাপতিতে এক সভায় গঠন করা হয়।
সমিতির ১২টি পদে ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হচ্ছেনÑ সভাপতি ডাঃ মোঃ শামছুর রহমান প্রধান, সহ-সভাপতি ডাঃ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক তপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন বিজয়, সাংগঠণিক সম্পাদক শুধাংশু শেখর দত্ত (সেন্টু), কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র সরকার, ক্রিড়া সম্পাদক সঞ্জয় সাহা, প্রচার সম্পাদক অজয় দে, দপ্তর সম্পাদক পরেশ সরকার, সম্মানিত সদস্য ডাঃ মোঃ জসিম উদ্দিন সরকার, ডাঃ গুরুজন সরকার, সেলিম হোসেন খোকন।
এছাড়া এ কমিটিতে সন্মানিত উপদেষ্টা করা হয়েছে ৩ জনকে। তারা হলেন মোঃ ফখরুল ইসলাম, মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ এএম, ০৭ অক্টোবর ২০১৬, শুক্রবার
এমএম/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur