সাফল্যের সঙ্গে পথ চলার ১০ বছর পূর্ণ করল মতলব ক্যামব্রিয়ান স্কুল। এ উপলক্ষে বছর পূর্তি অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণের মাধ্যেমে দিনটি পালন করা হয়েছে।
আজ শনিবার সকালে মতলব নিউ হোস্টেল মাঠে বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।
মতলব ক্যামব্রিয়ান স্কুলের উপদেষ্টা আবু তাহের সরকারের সভাপতিত্বে ও মতলব ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডিএম আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সাবেক অতিরিক্ত সচিব ও হাওড় বোর্ড মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন মুনশি, মতলব কচিকাঁচা মেলার পরিচালক আব্দুল কাইয়ুম খান, মতলব উত্তরের বিশিষ্ট সমাজ সেবক সোহরাব মিয়াজী প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল পরিচালক শেখ রুমানা কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ক্রিড়া প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৯ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur