চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সোমবার (৬ মার্চ) বিকেলে কুকুরের কামড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। অবস্থা বেঘতিক দেখে তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতদের মধ্যে একজ দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজান মিয়া (৩৫) অপরজন তৃতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (৯)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা চাঁদপুর টাইমসকে জানান, ‘বিদ্যালয়ের ছুটির পর বাড়ি ফেরার পথে বিদ্যালয় মাঠে থাকা একটি পাগলা কুকুর কামড়িয়ে ওই শিক্ষক ও শিক্ষার্থীকে গুরতর আহত করে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে এবং শিক্ষার্থীকে সদরে ভর্তি করায়।
এদিকে স্থানীয়রা পাগলা কুকুরটিকে মেরে ফেলে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ৩০ এএম, ০৬ মার্চ ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur