মতলব এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ   

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় গত ১৩ আগস্ট ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনার রেশ না কাটতেই এবার একই এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

২৪ আগস্ট বুধবার  বিকাল আনুমানিক সাড়ে ৫টায় মতলব-গৌরীপুর আঞ্চলিক সড়কের মধ্য নাগদা এলাকায় মতলব এক্সপ্রেস বাসের মধ্যে এ সংঘর্ষটি ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন,১০/১৫জন যাত্রী নিয়ে মুন্সীরহাট বাজার থেকে ঢাকাগামী  মতলব এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো ঝ-১১-৩৯১১)এবং ঢাকা থেকে মতলবগামী ২০/২৫ জন যাত্রী নিয়ে মতলবের মুন্সীরহাট এলাকার উদ্দেশ্য রওয়ানা হয়।মতলবগামী বাসটির অধিকাংশ যাত্রী বিভিন্ন স্টেশনে নেমে যায়।মধ্য নাগদা এলাকায় আসলে ব্যাকের কারনে দু’বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের গ্লাস  চূর্ণ-বিচূর্ণ  হয়ে যায়।তবে বাসে থাকা কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকেগত ১২ দিন আগে একই এলাকায় ট্রাকের চাপায় সিয়াম নামক এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।আদৌও তার জ্ঞান ফিরেনি। তাই সিয়ামের দূর্ঘটনার রেশ না কাটতেই আবারও দুর্ঘটনা ঘটায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, দরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে কেন ক্ষয়ক্ষতি হয়নি।তবে বাসের কিছু ক্ষতি হয়েছে।

খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২৪ আগস্ট ২০২২

Share