মতলব উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময়
চাঁদপুর জেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মতলব দক্ষিণ উপজেলা ও উপজেলা যুবদল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় মতলব কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম কিরনে সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক। বক্তব্যে তিনি বলেন, যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে সোশ্যাল মিডিয়ায় এ্যাকটিভ হতে হবে। বিগত ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে এবং বিভিন্ন ধরনের প্রবাকান্ডা ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোর বিরুদ্ধে শক্ত ভাবে মোকাবেলা করতে হবে। তিনি আরোো বলেন,ধর্মের দোহাই দিয়ে জামায়েত ইসলাম গ্রামে গ্রামে গিয়ে মহিলাদেরকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকিটের৷ কথা বলছে।এসব মিথ্যাচার করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদেরকে সতর্কতার সহিত কাজ করতে হবে এবং মা বোনদেরকে ধানের শীষের কথা বলতে হবে।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বি এন পির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক জসীম মাতাব্বর, সহ সাধারন সম্পাদক কাইয়ুম।
এছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয় ও ওয়ার্ড যুবদলের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির,মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলাম রনি, উপজেলা যুবদলে যুগ্ম আহবায়ক শাহীন ভুইয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক, মাকসিদুল হক সোহাগ, মাইনুদ্দীন ফরাজী বক্তব্য রাখেন উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তাজুল ইসলাম,মেহেদী হাসান হিরন, সোহেল আরমান, শরিফ পাটোয়ারী,সুমন বকাউল, নজরুল ইসলাম,সোহেল আরমান,ডাঃ আলম,শহীদ মিয়াজী,পৌর যুবদলের শাহীন প্রধান,আবু শ্যামা,আব্দুর রহিম প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৩ অক্টোবর ২০২৫