চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। জাতির পিতা বঙ্গবন্ধু সমবায় সমিতি প্রতিষ্ঠিত করেছিলেন, গ্রামের মানুষের উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে সমবায় সমিতিগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন। তাই মতলব উপজেলা কেন্দ্রীয় সমিতির আওতাভুক্ত প্রত্যেকটি সমিতিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সমবায়ীদের ন্যায্য আদায় প্রতিষ্ঠা করতে হবে।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাবেক পরিচালক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সেলিনা আক্তার, সমিতির সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী, সমিতির ভাইস চেয়ারম্যান কবির হোসেন কালু, সদস্য রহমত উল্লাহ চৌধুরী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল হাসনাত। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সোলাইমান ক্বারী ও গীতা পাঠ করেন নিপেন সরকার। সভায় সমিতির দ্বিতীয় অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপজেলার সকল সমিতির প্রতিনিধিবৃন্দ, বিআরডিবি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ ফেব্রুয়ারি ২০২৩