জাতীয় শোক দিবসে শহীদদের স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-বনজ ও ঔষধি বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ আগস্ট) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনা ও আশে পাশে বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম কয়েকটি ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো.শেখ ফরিদ বেপারী,প্রধানশিক্ষক মো.মনিরুল হক পাটোয়ারী,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,কামাল আহম্মেদসহ শিক্ষকবৃন্দ এসসময় উপস্থিত ছিলেন।
১৫ আগস্ট জাতীয় শোকের মাসে,শোককে শক্তিতে রুপান্তর করার প্রত্যয়ে চারা গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কামাল হোসেন খান
২৯ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur