‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে’ চাঁদপুর মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারককে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৫ ডিসেম্বর সোমবার এ সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে’ মতলব উত্তর থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার স্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে দেওয়া আলাদা চিঠিতে জানানো হয়েছে, চাঁদপুর মতলব উত্তর থানা ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে ইসি। এই দুই থানায় নতুন ওসি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সকালে তিনি মতলব উত্তর থানার দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
স্টাফ করেসপন্ডেট, ২৫ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur