মতলব উত্তর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেক কাটলেন সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের বর্তমান আইন বিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরে আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কেক কাটা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন আশফাক চৌধুরী মাহি। কেক কাটার সময় নেতাকর্মীদের সেøাগানে মুখরিত হয় স্কুল প্রাঙ্গণ। মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছদরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির তপদার।

এসময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য মঈনুদ্দিন সাব্বির, আরিফুল ইসলাম লিখন, জুবায়ের আহমেদ জনি, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার পাপ্পু, সদস্য আরাফাত মিয়াজী, নাঈম হোসেন হৃদয়, ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম দেওয়ান, ফতেপুর পশ্চিম ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শান্ত, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ পিয়াশ, ফরহাদ, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা, বাদশা, শাওন, মমিনুল, আবদুল্লাহ, মেহের, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রলীগের ইব্রাহিম খলিল, ফয়সাল, এখলাছপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা দিপ বেপারী, তামিম, হৃদয়, নাহিদ সহ নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক,৪ ডিসেম্বর ২০২৪

Share