চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ২৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব-এর নেতৃত্বে কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মতলব সার্কেলের আওতাধীন মতলব উত্তর ও দক্ষিণ থানার একাধিক মাদক স্পটে অভিযান পরিচালনা করে ২৮ জন কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে মো. শিপু প্রধান (১৭) নামের একজনের নিকট থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। অপর আটককৃতদের নিকট থেকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের পরিবার বা অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।
স্টাফ করেসপন্ডেট/
২৫ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur