Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবের ১৮ ইউনিয়নে নৌকা পেলেন যারা
ইউনিয়নে

মতলবের ১৮ ইউনিয়নে নৌকা পেলেন যারা

চাঁদপুরের মতলব উত্তরের ১৪টি ও মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ অক্টোবর। সকল জল্পন কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মাঝি হলেন মতলব উত্তরে বর্তমান চেয়ারম্যান ৭জন, মতলব দক্ষিণ উপজেলায় ৪ জন বর্তমান চেয়ারম্যান। আর মতলব উত্তরে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া নতুন মুখ রয়েছেন ৭ জন।

দলীয় সূত্রে আরো জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা ২৫ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগে ইউনিয়ন পরিষদে মনোনয়ন নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 মতলব উত্তরে আওয়ামী লীগের মনোনয়নপত্র পেলেন যারা   

মোহনপুর ইউনিয়নে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর চাচাতো ভাই বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল,  ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,  ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ কে এম শরীফ উল্লাহ সরকার,বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই মোকাররম হোসেন ওপেল।

আরও পড়ুন… মতলব দক্ষিণে বর্তমান ৪ চেয়ারম্যানই হলেন নৌকার মাঝি

ইসলামাবাদ ইউনিয়নে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শামসুল আলমের ভাতিজা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুল ইসলাম পাটোয়ারীর মেয়ে বর্তমান চেয়ারম্যান অ্যাড. হাবিবা ইসলাম সিফাত, ফতেপুর পশ্চিম ইউনিয়নে সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড মো. নুরুল আমিন রুহুলের ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজী কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জহিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম, একলাশপুর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক চাঁদপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম কাদের মোল্লা, গজরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান।

মতলব  দক্ষিণে আওয়ামী লীগের মনোনয়নপত্র পেলেন যারা 

নায়েরগাও উত্তর ইউনিয়নে মো. মিজানুর রহমান,নায়েরর গাও দক্ষিণ ইউনিয়নে আব্দুস সালাম মৃধা,উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদ উল্লাহ, উপাদী দক্ষিণ ইউনিয়নে মো. গোলাম মোস্তফা।

নিজস্ব প্রতিবেদক