Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তর ও দক্ষিণে ৬২ পূজামন্ডপ প্রস্তুত
মতলব উত্তর ও দক্ষিণে ৬২ পূজামন্ডপ প্রস্তুত
ফাইল ছবি

মতলব উত্তর ও দক্ষিণে ৬২ পূজামন্ডপ প্রস্তুত

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গপূজার আরও ১৯দিন বাকি। আগামী ৭ অক্টোবর শুরু হবে শারদীয় দূর্গাপূজা। এখন থেকেই শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে হিন্দু সম্প্রদায়ের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি।

প্রতিটি মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পাড় করছে কুমাররা। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় এবার মোট ৬২টি পূজামন্ডপে দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।

তার মধ্যে মতলব দক্ষিণ উপজেলায় ৩৪টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজামন্ডপগুলো হচ্ছেÑ মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, কলাদী হারাধন ঠাকুরের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, কলাদী চন্দন সাহার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, বাইশপুর দাসপাড়া মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, ধনারপাড় গোলদার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, ধনারপাড় জীবনগোলদারের বাড়ি মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নলুয়া মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া হরিসভা সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া বাজার মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া পিন্টু সাহার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, নায়েরগাঁও বিনয় মেম্বারের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, তাতখানা পালবাড়ী দুর্গা পূজা সার্বজনীন দুর্গা পূজা মন্দির , মাছুয়াখাল সাহা বাড়ী দুর্গা পূজা মন্দির, নারায়ণপুর কালিবাড়ি মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নারায়ণপুর চৌধুরী বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, কাশিমপুর মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নারায়ণপুর সুধা ঠাকুরের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, বরদিয়া কেদারেশ্বর বাড়ির সার্বজনীন দূর্গাপূজা, চারটভাঙ্গা শ্যামদাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, চারটভাঙ্গা রতন দাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা।

মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর কিশোর কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক চন্দন সাহা চাঁদপুর টাইমসকেম জানান, ‘এ বছর মতলব দক্ষিণ উপজেলায় ৩৪ পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। নতুন করে এবার দুইটি পূজামন্ডপ বেড়েছে। এ পূজায় প্রতি বছরের ন্যায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

অপরদিকে মতলব উত্তর উপজেলায় ২৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপগুলো হচ্ছেÑ শ্রী শ্রী ছেঙ্গারচর কালাচাঁদ আখড়া সার্বজনীন দূর্গাপূজা মন্দির, শ্রী বিষ্ণু দত্তের বাড়ি ঘনিয়ারপাড় সার্বজনীন দূর্গাপূজা মন্দির, তিতারকান্দি জলধর দাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, তিতারকান্দি অমৃতলাল নাগের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, তিতারকান্দি স্বর্গীয় কামিনী কুমার মন্ডল বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, তিতারকান্দি সুকুমার পালের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, তিতারকান্দি স্বর্গীয় অতুল চন্দ্র অধিকারি বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, তিতারকান্দি ঘোষপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্দির, লবাইরকান্দি রাধেশ্যাম মজুমদার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, দূর্গাপুর ধীরেন্দ্র মাষ্টারের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, দূর্গাপুর সার্বজনীন দূর্গাপূজা মন্দির, দূর্গাপুর জহরলাল মজুমদার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, নিশ্চিন্তপুর গনেশ দাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, হিন্দু আনোয়ারপুর সার্বজনীন দূর্গাপূজা মন্দির, চরপাথালিয়া অতুল বেপারী বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির,স্বার্গীয় শ্যামাচরনের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, স্বর্গীয় হারাধন রায়ের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, জ্যোতিলাল মাষ্টারের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, বলাইরকান্দি জীবন ঘোষের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, চরপাথালিয়া প্রাণকৃষ্ণ বাবুর বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, সাদুল্লাপুর রঘুনাথ সরকারের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, খাগুরিয়া শ্রী শ্রী হরগৌরী শ্মশান সংলগ্ন সার্বজনীন দূর্গাপূজা মন্দির, ধনাগোদা সার্বজনীন দূর্গাপূজা মন্দির, গজরা মনোরঞ্জণ বণিকের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, গজরা সার্বজনীন দূর্গাপূজা মন্দির, গজরা ভাসান চক্রবর্তীর বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, নান্দুরকান্দি শুকলাল মাষ্টারের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, সার্বজনীন দূর্গাপূজা মন্দির, নান্দুরকান্দি হাওলাদার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি অজিত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস জানান, ‘এ বছর মতলব উত্তরে ২৮টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই। প্রতিটি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।’

স্ব স্ব মন্দির কমিটি পূজা শুরুর পূর্ব মূহুর্ত পর্যন্ত প্রতিমাগুলো নিজ নিজ নিরাপত্তা ব্যবস্থায় রাখার জন্য স্ব স্ব মন্দির কমিটির প্রতি অনুরোধ জানানো হয়।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৯:০৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply