Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তর উপজেলা বিএনপি সভাপতি হান্নান সরকার মারা গেছেন
বিএনপি

মতলব উত্তর উপজেলা বিএনপি সভাপতি হান্নান সরকার মারা গেছেন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান ইন্তেকাল করছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ৬ এপ্রিল ২০২৫ বেলা ২টায় ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

আগামীকাল সোমবার( ৭এপ্রিল ২০২৫) সকাল ১০ টা মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাইস্কুল এন্ড কলেজ মাঠ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে জম্ম গ্রহন করেন।তাঁর মৃত্যুতে সার্বজন গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ কে হারালো মতলববাসি। তিনি ছিলেন সকলের কাছে প্রিয় মানুষ। এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বিএনপির এই বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিজস্ব প্রতিবেদক, ৬ এপ্রিল ২০২৫