মতলব উত্তর

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা রবিবার (১৮ জুন) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ।

সাধারন সম্পাদক গোলাম নবী খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) এবিএম রুহুল আমিন রিমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার। এতে আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, সদস্য শরীফ উল্লা সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এসএম রাসেল বাবু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আল-মামুন, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদির জিলানী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক খান মোহাম্মদ কামাল ও উপজেলা প্রেসক্লাবের সিনি: সহ-সভাপতি প্রভাষক আলমাছ মিয়া ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে সহকারী কমিশনার (ভূমি) এবিএম রুহুল আমিন রিমন বলেন, সাংবাদিক হলো জাতির চতুর্থ স্তম্ভ। জাতির বিবেক ও সমাজের দর্পন। শত ব্যস্ততার মধ্যে থেকেও সমাজের দায়বদ্ধতা পালন করে যাচ্ছেন। তাদের লেখনির কারণে প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ বিষয়ক তথ্য জানতে পারে। শহীদের রক্তের চেয়েও কলমের কালি পবিত্র। এই কলমের লেখনির মাধ্যমেই সমাজ ও দেশের অপরাধ দূর করা এবং রাষ্ট্রের উন্নয়ন সম্ভব।

তিনি আরো বলেন, আজকের এ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানটি করে সাংবাদিকরা প্রমাণ করেছেন যে, মতলব উত্তরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছেন।

ওসি মো. আলমগীর হোসেন বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। এ বিবেক কাজে লাগিয়ে আপনারা সামাজিক অপরাধ প্রতিহত করবেন। অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

এসময় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ লুৎফুল বারী (বারেক), যুগ্ম-সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আরাফাত আল-আমিন, অর্থ সম্পাদক বাবুল মুফতী, সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আব্দুল লতিফ মিয়াজী, সালাউদ্দিন দেওয়ান, সদস্য আতিকুর রহমান দুলাল, সুফী আহমেদ পারভেজ, মমিনুল ইসলাম, নাঈম মিয়াজী, ফার্মাস ব্যাংক সুজাতপুর বাজার শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম, সুলতানাবাদ যুবলীগ নেতা গফুর, উপজেলা ছাত্রলীগের সদস্য কালা সুজন, ইসলামাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি নাজমা বেগম, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন হিমু’সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলে।

মতলব উত্তর করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ১৮ জুন ২০১৭, রোববার
ডিএইচ

Share