চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলামকে বুধবার (২১ জুন) বিকেলে উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
সহকারি কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমনের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, প্রকৌশলী এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, সহকারি শিক্ষা অফিসার মো. কবির হোসেন, মাহফুজ মিয়া, মোজাম্মেল হক, আনছার ভিডিপি কর্মকর্তা আঃ ছাত্তার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আফজালুর রহমান ছেঙ্গারচর পৌর সহকারি ভূমি কর্মকর্তা শাহজালাল, সার্ভেয়ার এনামুল কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা আয়োজনে সাহসী ভূমিকা পালন করায় সহকারি কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমনকে ধন্যবাদ জানান উপস্থিত সকল কর্মকর্তারা।
খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ২১ জুন ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur