মতলব উত্তরে ৬ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬ কেজি গাঁজা সহ মোঃ আলআমিন মোল্লা নামে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

শনিবার ২ আগস্ট উপজেলার মতলব উত্তর থানা এলাকার সিপাইকান্দি বেড়ীবাধ থেকে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আলআমিন মোল্লা যশোর জেলার কোতয়ালী থানার শেখ আটি গ্রামের মফিজুল ইসলাম মোল্লার ছেলে। তার পালক পিতা একই গ্রামের মোঃ হানিফ বলে জানা গেছে।

ওসি মোঃ রবিউল হকের নির্দেশে এসআই মোঃ মিজানুর রহমান-৩, এএসআই মনির হোসাইন, এএসআই জহিরুল ইসলাম খন্দকার সহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানা এলাকার সিপাইকান্দি বেড়ীবাধ থেকে মোঃ আল আমিন মোল্লাকে আটক করা হয়।

আটক আল আমিন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কান্দারপাড় (গাজী বাড়ী সংলগ্ন লতিফ হাজীর) ভাড়া বাড়িতে বসবাস করেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া ০৬ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০/- (এক লাখ ২০ হাজার) টাকা। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, গাঁজা সহ আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।

নিজস্ব প্রতিবেদক/ ২ আগস্ট ২০২৫