Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

মতলব উত্তরে ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ট্রলারযোগে জাটকা ইলিশ পাচারকালে ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নয়কান্দি এখলাছপুর মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রলারযোগে জাটকা ইলিশ পাচারকালে ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজী। এসময় বাংলাদেশ কোস্টগার্ড আউটপোষ্ট কন্টিজেন্ট কমান্ডার মোঃ আঃ কাইয়ু প্রমূখ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক, ২০ এপ্রিল ২০২৫