Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ৪ দোকান পুড়ে ছাই
দোকান

মতলব উত্তরে ৪ দোকান পুড়ে ছাই

চাঁদপুরের মতলব উপজেলায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজারে আগুনের এ ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন গাড়ির টায়ার ব্যবসায়ী গোলাম নবী, তেল ব্যবসায়ী রতন, কাঠ ব্যবসায়ী আবুল কালাম ও মুদি দোকানি গোলাম মোস্তফা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ একটি তেলের দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকান পুড়ে যায়।   

মঙ্গলবার ভোরের ওই অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। 

মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এতে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ীদের কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্টাফ করেসপন্ডেট,২ ফেব্রুয়ারি ২০২৩