মতলব উত্তরে ৪ দিন ব্যাপী স্কাউটস সমাবেশ সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ৪ দিন ব্যাপী চতুর্থ স্কাউটস সমাবেশ (২৯ মে) রোববার সকালে সনদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শনিবার রাতে লুধুয়া হাইস্কুল ও কলেজ মাঠে মহা-তাবু জলশার আযয়াজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুধুয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অলি উল্লাহ, বাংলাদেশ স্কাউটস উপ-পরিচালক ( চাঁদপুর -লক্ষীপুর) ফিরোজ আহমেদ, মতলব উত্তর উপজেলা স্কাউটস সাবেক সম্পাদক, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার এবং ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা স্কাউটস সম্পাদক আকতার হোসেন, মতলব দক্ষিণ উপজেলা স্কাউটস সম্পাদক বিউটি বেগম।

উপজেলা স্কাউটস কমিশনার সুখ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং কোর্স লিডার মেহেদী মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুধুয়া হাইস্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, উপজেলা স্কাউটস লিডার বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন শাহ, উপজেলা কাব লিডার শাহজাহান মিয়া, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ শ্যামল কুমার বাড়ৈ , ওটার চর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম হায়দার মোল্লা,কালীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালাউদ্দিন মানিক, পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম,ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সিয়ির শিক্ষক শেখ সাদী, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান আশিক,জীবগাও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক, ২৯ মে ২০২২

Share