মতলব উত্তরে ৪ ইউনিয়নে ছাত্রদলের কমিটি অনুমোদন

মতলব উত্তর উপজেলার আওতাধীন ৪টি ইউনিয়নের ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত ৮ মে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দদের স্বাক্ষরিত পত্রে এ আংশিক কমিটিগুলো অনুমোদন দেয়া হয়।

স্বক্ষর করা মতলব উত্তর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক নূরুল হুদা, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাফি, মো. নূরুল হুদা বাবু, মো. সাইদুল ইসলাম সাইদ, মাসুদ রানা, কাজী তরিকুল ইসলাম তুহিন ও নাঈমুর রহমান শাহিন।

অনুমোদন প্রাপ্ত কমিটির নেতৃবৃন্দরা হলেন, ৬নং কলাকান্দা ইউনিয়নের সভাপতি করা আবুল খায়ের রানা,  সাধারণ সম্পাদক সাকিব হাসান,
৯নং জহিরাবাদ ইউনিয়নের সভাপতি খবির হোসেন মিয়াজি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান,১২নং ফরাজীকান্দি ইউনিয়নের সভাপতি মো. আজিজুল ইসলাম (আজিজ), সাধারণ সম্পাদক মো. মামুন মুন্সী, ১৪ নং গজরা ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিন (রাজিব) ও সাধারণ সম্পাদক মো. রতন মিয়া। 

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১২ মে ২০২৩

Share