সোমবার, ২৩ আগস্ট, ২০১৫ ০৭ : ৩১ অপরাহ্ন
কামাল হোসেন খান :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহ আলমের নেতৃত্বে নৌ-পুলিশ উপজেলার মোহনপুর-বাহাদুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে।
একই সাথে অবৈধ কারেন্ট জালের মাধ্যমে জাটকা ইলিশ শিকারের অভিযোগে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মোঃ গিয়াস উদ্দিন(৩৫), হাসমত মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩০), মাহমুদ প্রধানের ছেলে মাসুম প্রধান(২৫) ও একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে রাকিব মিয়া (২৫)কে আটক করে।
(২৩ আগস্ট) রোববার বিকেল বিকেলে মতলব উত্তর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা জাটকা ধরার অপরাধে প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে ৪ জনকে মোট ২০ হাজার টাকা জরিমানা।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, মেঘনায় অবৈধ কারেন্ট জাল ব্যবহারের এবং জাটকা মাছ ধরার বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলছে। জাটকা মাছ ধরা থেকে বিরত রাখার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।