মতলব উত্তরে ৩ কেজি গাঁজাসহ আটক ২

মতলব উত্তরে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার
(২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদক
উদ্ধার অভিযান পরিচালনা করে আসামি লিটন প্রধান (৪৫) ও হানিফ দেওয়ান (৪৭) কে আটক করা
হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৬০ হাজার
টাকা।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)/৩৮ ধারায় মামলা দায়ের করে আদালতে
সোপর্দ করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, আটক দুইজনের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল,২৪ আগস্ট ২০২৩

Share