চাঁদপুরের মতলব উত্তর উপজেরায় ২৮ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শুক্রবার (৭ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে।
ঋতুচক্রের আর্বতনে নীল আকাশের বুকে শুভ্র মেঘের ভেলা ভাসিয়ে এসেছে শরৎ। শরৎকালে অনুষ্ঠিত হয় বলে দূর্গাপুজাকে বলা হয় শারদীয় দূর্গাপুজা। মহালয় থেকে শুরু হয়েছে এ আনুষ্ঠানিক।
শুক্রবার ষষ্ঠি পুজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্র্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শুরু হচ্ছে।
উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে শেষ মহূর্তে প্রতিমা সাজানোর কাজ সম্পন্ন। মন্ডপগুলোতে সাজানো হয়েছে বিভিন্ন রংঙ্গের কাপড় দিয়ে। আলোক সজ্জা করা হয়েছে প্রতিটি মন্ডপে। শিল্পীদের তুলির আচরে মুর্তি হয়ে উঠছে দেবীর রুপে।
মতলব উত্তর উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্ন-সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ চাঁদপুর টাইমসকে জানান, ‘পূজামন্ডপে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এবারের শারদীয় দূগা পূজা সবার কাছে আনন্দময় ও সবার কাছে গ্রহনযোগ্য হবে। এবং কোন প্রকার জঙ্গিহামলা ছাড়াই যেন পূজা শেষ করতে পারে এমনটাই প্রত্যাশা সকলের সনাতন ধর্মাবলম্ব^ীদের।’
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ ধর্মীয় উৎসব পালনের জন্য সব ধরনের প্রস্ততি নিয়েছে উপজেলা প্রশাসন।’
মতলব উত্তর থানার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার চাঁদপুর টাইমসকে জানান, ‘মন্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশের সাথে আনছার ভিডিপিসহ আইন শৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। পুলিশ ও আনসারের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ছাড়া সকল পূজা কমিটির সঙ্গে পুলিশের রয়েছে সার্বক্ষণিক যোগাযোগও থাকবে।’
মতলব উত্তর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুুিক্তযোদ্ধা এমএ কুদ্দুছ দূর্গাপুজায় হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মন্ডপলোতে পুজা উদযাপন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকেও সার্বিক নজরদারি রয়েছে। যাদে কেউ পূজামন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে পুজা উদযাপনের জন্য ৫ শত কেজি চাল সরকারিভাবে দেয়া হয়েছে।’
খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ