Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ১ হাজার শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র

মতলব উত্তরে ১ হাজার শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে ১০০০ (এক) হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার মোহনপুর রুপ মিয়া ভিলা মিলনায়তনে উপজেলা যুবলীগের কার্যকরি কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসান মোর্শেদ আহার চৌধুরী মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরিব-অসহায় মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন।

হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই ত্যব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষগুলোকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসান মোর্শেদ আহার চৌধুরী।

এসময় মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহিন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ হারুন-অর-রশিদ, মোহনপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়ন খালাসি, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর কবিরাজ, সাবেক মেম্বার হোসেন প্রমাণিক, যুবলীগ নেতা ওয়াশিম, ছেংগারচর পৌর যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা বাবু প্রমাণিক, মোঃ জাকির,উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান লিমন, মোঃ বাদশা,শফিকুল ইসলাম শাওনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতের কম্বল পেয়ে তফুরা নেছা (৮০) বলেন, এইবার ‘পরতম কম্বলডা পাইলাম, পাইয়া আমি খুশি অইছি’। আমগো মায়া সাহেব প্রতি বছরেই আমগোরে কম্বল দেয়। এইবারকাও দিছে। ওনি ভালা মানুষ,আমগো মায়া সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ যেন আহাত বাড়াইয়া দেন। তার মতো আরো অনেক এই কম্বল পেয়ে আপ্লুত হয়েছেন শীতার্তরা।

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে উপজেলা যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসান মোর্শেদ আহার চৌধুরী বলেন, আমি প্রতি বছরই বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির পক্ষ থেকে কম্বল বিতরণ করে থাকি। এ বছরও আমাদের ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০০০ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলাম।
আহার চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের শীতার্ত মানুষের পাশে রয়েছেন। বিশ্বমানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিটি নেতাকর্মীদেরকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির পক্ষ থেকে প্রতিটি এলাকায় দরিদ্র,অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজের হতদরিদ্র্র মানুষের শীতের কষ্ট লাগবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় যুবলীগ নেতা হাসান মোর্শেদ আহার চৌধুরী সাবেক মন্ত্রী মায়া চৌধুরী ও তার পরিবারবর্গের জন্য ও তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক