Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ১৬ গ্রামে বিদ্যুৎ উদ্বোধন
Matlab-uttar-pic

মতলব উত্তরে ১৬ গ্রামে বিদ্যুৎ উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তরে ১৬ গ্রামে নবনির্মিত ২৩.৬১৫ কিলোমিটার বিদ্যুৎ উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি।

শুক্রবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার ফরাযীকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামে সুইচ টিপে ৩ কোটি ৫৪ লাখ ২২ হাজার ৫০০ টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন নির্মাণ করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিদ্যুৎ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগনের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। বিদ্যুৎ ব্যতীত কোনভাবেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, একটি দেশের উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয় তৃণমূলের গ্রাম গঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেয়া।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু তাহের এর সভপতিত্বে ও ঢাকা মহানগর জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলঅ অঅ’লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান প্রমুখ। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক তামজিদ সরকার রিয়াদ, ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, জেলা যুবলীগের সাবেক সদস্য গাজী মো. সাখাওয়াত হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ, যুগ্ম-সাধারন সম্পাদক রাজিবুল আলম, আমেনা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল বাবু, সহ-সভাপতি গোলাম মোস্তফা শিশির, সমাজসেবক এনায়েত আলী মাঝি, জমশেদ বেপারী, সালাউদ্দিন বেপারী, শাহজাহান প্রধান প্রমুখ।

বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম নুরুল আলম ভুইয়া, এসময় ত্রাণমন্ত্রী পিআরও মোঃ ওমর ফারুক দেওয়ান, ত্রাণমন্ত্রীর পিএস ও বৃহত্তর মতলবের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তমিজ উদ্দিন, স্বর্ণপদক প্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, আ’লীগ নেতা মোঃ আনিসুল হক, বিদ্যুৎ পরিদর্শক সুজন রানা, উপজেলা আ’লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন মিয়া, হাসান মোর্শেদ আহার চৌধুরী, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগৈর সভাপতি দেওয়ান মোঃ জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগ নেতা রাহুল চৌধুরী লুনা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব অ্যাড.আক্তারুজ্জামান, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, ছেংগারচর পৌর আ’লীগ নেতা আল মাহমুদ টিটুু মোল্লা, পৌর আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম ভুইয়া, দিদার মোল্লা, পৌর কাউন্সিলল শাহাদাত হোসেন খোকন ঢালী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি প্রার্থী খোরশেদ চৌধুরী, উপজেলঅ পরিহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম প্রধান,উপজেলা ছাত্রলীগ নেতা খোরশেদ আলম,অলিউল্যাহ,দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম সেলিম রেজা, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রনি’সহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল