চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইমরান বেপারিকে আটক করা হয়েছে । ২৩ ফেব্রুয়ারি রোববার উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বড় লক্ষীপুর নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটক ইমরান বেপারি মৃত আবদুল আউয়াল বেপারির ছেলে ইমরান বেপারি।
জানা যায়,মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানামূলে মতলব উত্তর থানার এসআই (নিঃ) একে এম ইউনুছ সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সুলতানাবাদ ইউনিয়নের বড় লক্ষীপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক বলেন, অপরাধ দমন এবং আইন-শৃংখলা রক্ষা করতে আমরা সর্বদাই বদ্ধপরিকর। আমাদের চৌকশ পুলিশ তাদের কর্মদক্ষতায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইমরানকে ধরতে সক্ষম হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ২৩ ফেব্রুয়ারি ২০২৫