চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর আমিরুল মোমেনীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম আলহাজ¦ ফারুক খানের চিশতীর স্বরণে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্য হতে মধ্য রাত পর্যন্ত ছেংগারচর পৌরসভার ঠাকুরচর আমিরুল মোমেনীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মিলনায়তনে এ ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মাদ্রাসা ছাত্র মোঃ তাহসিনকে প্রদান করছেন মাহফিলেরর প্রধান বক্তা উপজেলার খন্দকার কান্দি মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা ফয়জুল্লাহ হানিফ সাহেব (দাঃবাঃ)।
উক্ত ইসালে সওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন, আমিরুল মোমেনীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম আলহাজ¦ ফারুক খানের চিশতীর ছেলে আলহাজ¦ মোঃ রুহান খান। মাহফিলটি পরিচালনা করেন,মতলব উত্তর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আক্তার হোসেন খান ও কলাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সালাউদ্দিন। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সমাজ সেবক মোঃ জহির খান, মোঃ আশ্রাফুল খান প্রমূখ।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন,বালুচার মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক ও ছেংগারচর পৌরসভার হযরত ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা আঃ বাতেন মজিদী। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন আমিরুল মোমেনীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামীম হাফেজ মোঃ আনোয়ার হোসেন ও মাদ্রাসার হেফজখানার সহকারী শিক্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলাম। ইসালে সাওয়াব মাহফিলে কোরআন তিলাওয়াত,ধর্মীয় আলোচনা, দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মাদ্রাসা ছাত্র মোঃ তাহসিনকে প্রদান ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম আলহাজ¦ ফারুক খানের চিশতীর স্বরণে ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি এ মাহফিলে যোগ দেন।
পরে ঠাকুরচর আমিরুল মোমেনীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম আলহাজ¦ ফারুক খানের চিশতীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।
চাঁদপুর টাইমস ডেস্ক/
৩১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur