মতলব উত্তর

মতলবে নিহত শিক্ষিকার স্মরণে শোকসভা ও দোয়া

মতলব উত্তর উপজেলার চরকালিয়া স্কুল মাঠে বুধবার (১৩অক্টোম্বর) বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা খাদিজা আক্তারের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবহাওয়াবিদ শরীফ হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুজাম্মেল হক।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শহীদ উল্যাহ।

বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষানুরাগী গাজী ইলিয়াছুর রহমান, সমাজসেবক আঃ হালিম মাস্টার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ রমিজ উদ্দিন শিশির, চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মানছুর আহমদ, সমাজসেবক আঃ গনি তপাদার, চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত আলী পাটোয়ারী, নাউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মোঃ বাহাউদ্দিন।

শিক্ষিকা খাদিজা আক্তার

ছোট হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানছুরা আক্তার, ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত শিক্ষকের স্বামী আঃ বাতেন প্রধান,উদামদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন মিয়া, মহিষমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম গাজী, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোশতাক আহমদ, মাওলানা রহমত উল্যাহ, চরমাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল কবির, লুধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেন, চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ সাত্তর ও বিপ্লব চন্দ্র বৈদ্য প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য, বিভিন্ন উচ্চ বিদ্যালয়-মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৮অক্টোবর বৃহস্পতিবার মতলব সদর থেকে নিজ কর্মস্থলে আসার সময় চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

ডিএইচ/এমআরআর/২০১৫

Share