চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন,সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সিনিয়র শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, মোঃ মনির হোসেন, মোঃ সালাউদ্দিন, পরীক্ষার্থীর মধ্যে তাকিয়া ইসলাম আঁাখি, মোহছেনা বিনতে মামুন, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা জান্নাতী প্রমূখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা মোঃ কামাল উদ্দির। উল্লেখ্য এ বিদ্যারয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় মোট ৬৫ জন ছাত্রী এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur