মতলব উত্তরে সাজাপ্রাপ্ত আসামি আটক

চাঁদপুরের মতলব উত্তরে এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার ২২ জুন মতলব উত্তর থানার এসআই সুজিত চন্দ্র দে, এএসআই ওয়াসিম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্ত ব্যবহারের মাধ্যমে নারায়নগঞ্জের ডেমরা এলাকা থেকে ১ বছর ৬ ছয় মাসের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফিরোজ বাবু উপজেলার মধ্য এখলাছপুর গ্রামের মোঃ মজিবুর রহমান বেপারীর ছেলে।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মতলব উত্তর থানার চৌকস টীম আত্মগোপনে থাকা দেড় বছরের সাজা প্রাপ্ত আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ২৪ জুন ২০২৪

Share