চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন শ্লোাগানে র্যালি ও সমাবেশ সোমবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে প্রথমে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ জাভেদ হোসাইনের সভাপতিত্বে ও মডেল কেয়ার টেকার মাওলানা মোঃ আক্তার হোসাইন খানের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ার টেকার আঃ মালেক মাস্টার।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ার টেকার হাফেজ মোঃ নাছির উদ্দিন,হাফেজ মোঃ মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে উপজেলা বিভিন্ন মসজিদের ইমামগণ ও ইসলামিক ফাউন্ডেশনের অধিনস্থ বিভিন্ন কেন্দ্রের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
খান মোহাম্মদ কামাল: আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ এএম, ১২ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur