মতলব উত্তরে শীতার্তদের মাঝে এমপির শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত পক্ষ থেকে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

২০ নভেম্বর রোববার ১১টার দিকে নাউরী এমপির নিজ বাসভবনে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন চাঁদপুর -২ (মতলব উত্তর -দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ। জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন।

ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। ক্রীড়া সংগঠক একেএম আজাদ,মতলব উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর নবী খান, মাশরুল খান তামিম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপু সহ, উপজেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া টিটু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য,মতলব উত্তর উপজেলার ৩ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২০ নভেম্বর ২০২২

Share