Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শিক্ষার্থীদের

মতলব উত্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফিলিস্তিনে গাজাবাসীর উপরে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে মতলব উত্তর থানা রোড সংলগ্ন চৌ-রাস্তা মোড়ে তারা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

এরপূর্বে তারা ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিভিন স্কুল কলেজ,মাদ্রাসা ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক লের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এরপর বিক্ষোভ মিছিল শুরু করে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা রোড সংলগ্ন চৌ-রাস্তা মোড়ে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবা সমাবেশে বক্তব্য রাখেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সিব্বির আহম্মে, মতলব উত্তর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মাহাবুব, ছেংগারচর পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সা সরকার, কেএফটি স্কুল এন্ড কলেজের শিক্ষক মনসুর আহম্মেদ নিরু, সাধারণ শিক্ষার্থী মোঃ ফয়সাল, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী খালেদ মাহমুদ, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি পণ্য আমারে বয়কট করতে হবে। গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানকে একত্রিত হতে হবে।

বক্তারা প্রধান উপষ্টোকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা প্রস্ত্তুত রয়েছে । আমরা ফিলিস্তি যেতে চাই, আমারে যাওয়ার ব্যবস্থা করে দিন। অতিতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিষ্ট ও জালেমদের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা ভূমিকা রেখেছে। এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য সকল জনগণকে বয়কটের অনুরোধ জানান। সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক, ৭ এপ্রিল ২০২৫