Home / উপজেলা সংবাদ / মতলব উত্তরে শিক্ষার্থীদের মেধা বিকাশে অবদান রেখে যাচ্ছে রাসেল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা
শিক্ষার্থীদের

মতলব উত্তরে শিক্ষার্থীদের মেধা বিকাশে অবদান রেখে যাচ্ছে রাসেল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে অনন্য অবদান রেখে যাচ্ছেন শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৪ ব্যাচ এর মোহাম্মদ রাসেল মিয়া নামে প্রতিষ্ঠিত রাসেল স্মৃতি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৪ ব্যাচ এর মোহাম্মদ রাসেল মিয়া নামে রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী শিক্ষা বিস্তারের লক্ষ্যে ২০১৯ ইং সাল থেকে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

দীর্ঘ ৬টি বছর ধরে উপজেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সহিত এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আসছে।

তারই ধারাবাহিকতার আলোকে প্রতি বছরের ন্যায় এবারও শুক্রবার (১৫ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ বিদ্যাপীঠ কেন্দ্রে ৬ষ্ঠ দফার এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা খেকে দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত চলে এ বৃত্তি পরীক্ষা। যা কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে অনন্য অবদান রেখে যাচ্ছে রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষা।

বন্ধুর স্মরণে বন্ধুদের অভিরাম ভালোভাসার এক নির্দশন হচ্ছে শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৪ ব্যাচ এর মোহাম্মদ রাসেল মিয়া নামে রাসেল স্মৃতি ফাউন্ডেশন।

এবার ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মতলব উত্তর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির মোট ২৭৮ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। বাংলা,গণিত,ইংরেজী ও সাধারণ জ্ঞান এর উপর ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এরপর মতলব উত্তরের সুধী জনদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান ও ক্রেষ্ট তুলে দেয়া হবে।

রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সার্বিত পরিচালনা ও দায়িত্বে ছিলেন,শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিন ও সহকারী শিক্ষক মোঃ শাহজালাল।

সকালে মতলব উত্তর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উপদেষ্টা শরীফ ওবায়েদ উল্লাহ, শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ শাহ আলম ফকির, অভিভাবক সদস্য মোঃ রিয়াজুল হাসান বাবলু, মোঃ লাদেন সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুক কাউসার, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আসাদ উল্লাহ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন।

এসময় শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ রিপন সরকার, খোকন বেপারী, শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৪ ব্যাচ এর ছাত্র ও রাসেল স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ওমর আলী, মোঃ জাবের, রিপন, রাহিম, মোঃপলাশ, আল হাসিব, আশিকুর রহমান, মোঃ খলিল, মোঃ রাহিম সরকার,অপু চন্দ্র, মোঃ সোহেল সরকার, চাঁদপুর জেলা শিক্ষক ফেরাম এর সভাপতি মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষক,সাংবাদিক,সুধিসমাজ, শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার শরীফ উল্লাহাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ’২০১৪ ছাত্র মোহাম্মদ রাসেল মিয়া ২০১৫ ইং সালে দূূরারোগ্য ক্যন্সার রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু বরণ করেন। এসএসসি ব্যাচ-১৪’ সকল বন্ধুরা’ প্রিয় বন্ধুকে স্মরণ করে রাখার লক্ষ্যে ২০১৯ সালে প্রয়াত রাসল মিয়ার নামে তার বন্ধুদের প্রতিষ্ঠিত রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনটি সামাজিক বিভিন্ন কাজের পাশাপাশি মেধা বিকাশের লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ৬ষ্ঠ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। ২০১৯ সালেই প্রথম রাসেল স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৬ষ্ঠ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদেরকে মেধা বিকাশ ও এক্সটা কারিকুলার অ্যাক্টিভিটিস এ অংশগ্রহণে উৎসাহিত করাই এই বৃত্তি পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য।

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৪ ব্যাচ এর ছাত্র ও রাসেল স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ওমর আলী বলেন, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে তার সহপাঠি বন্ধু এসএসসি ২০১৪ ব্যাচ এর ছাত্র মরণ ব্যাদি রোগ ক্যান্সারে মৃত্যু বরণ করা প্রয়াত রাসেলের স্মরণে তার বন্ধুদের প্রতিষ্ঠিত রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়।
যার মাধ্যমে এ মেধা বৃত্তি পরীক্ষা চালু করা হয়। তার নামানুসারে এই সামাজিক সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি উপজেলায় মিধাবী শিক্ষারের জন্য মেধা বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে এ মেধা বৃত্তি পরীক্ষা। ২০১৯ সাল থেকে আমরা এ মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ। রাসেল হচ্ছে আমাদের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৪ ব্যাচ এর ছাত্র। সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার জীবন যুদ্ধ থেমে যায়। কিন্ত আমরা বন্ধুরা ওর সম্রণে সকল বন্ধুরা মিলে এই সংগঠনটি গঠন করি।

বৃত্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ ৬ বছর ধরে অত্যন্ত স্বচ্চতা ও সুচারুভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। দিন দিন এই বৃত্তি পরীক্ষার সুনাম বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়লে বিগত বছরের তুলনায় চলতি বছরে এ বৃত্তি পরীক্ষার আরো ব্যাপক প্রসার ঘটে। যার কারণে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের সন্তান নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যে উৎসাহ ও অনু প্রেরণা যুগিয়েছে তা সত্যি প্রশংসনীয়। মেধাবী শিক্ষার্থীদের উৎশাহী প্রদান ও শিক্ষা ক্ষেত্রে তাদের মনযোগি করা, শিক্ষার্থীরা যেন শিক্ষাটাকে আনন্দ হিসেবে নেয় এবং তাদের মধ্যে মেধার প্রতিযোগিতার পাশাপাশি তাদের ভিতর জরতা কাটাবার জন্য এ বৃত্তি পরীক্ষা।

অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষাটি চমৎকার পরিবেশের মধ্যদিয়ে সুন্দর, সুচারু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে তিনি শোকরিয়া জ্ঞাপন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মোঃ ওমর আলী আরও বলেন, রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা মেধা বৃত্তি পরীক্ষা ছাড়াও যে সকল দরিদ্র মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা এ সংগঠন থেকে বৃত্তি প্রদান করে থাকি। সকলের কাছ থেকে সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামীতে আমাদের এ কার্যক্রমগুলো আরো প্রসার করতে চাই। জীবন যৃদ্ধে হেরে যাওয়া রাসেলকে আগামী প্রজন্মদের মাঝে ফুটিয়ে তুলতে চাই। বৃত্তি পরীক্ষাটি সুষ্ঠু, শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক ও অভিভাবকদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিজস্ব প্রতিবেদক, ১৫ নভেম্বর ২০২৪