মতলব উত্তরে শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিদ্যালয়ের দুটি কক্ষ্যে শুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন।
নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করছে। শিক্ষার্থী ভোটাররা দুপুর ১টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নির্বাচিত করে।
স্টুডেন্ট কাউন্সিলে ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮৭ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোট ১২ জন প্রার্থী প্রদ্বিন্দ্বিতা করেন। তারমধ্যে তৃতীয় শ্রেণির ছাত্র ঐশিক কীর্তনীয়া অর্ক সর্বাধিক ১১৬ ভোট পেয়ে প্রথম,চতুর্থ শ্রেণির সায়মা আক্তার ১শ’১১ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ ইস্রাফিল ১০৯ ভোট পেয়ে তৃতীয়, তৃতীয় শ্রেণির ছাত্রী আফিয়া আক্তার অর্পা ১০২ ভোট পেয়ে চতুর্থ, স্বাধীন বাড়ৈ ৯৮ ভোট পেয়ে ৫ম, পঞ্চম শ্রেণির ছাত্র হামিম সরকার ৭০ ভোট পেয়ে ৬ষ্ঠ ও একই ক্লাশের নুশরাত জাহান ৬৯ ভোট পেয়ে ৭ম হয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নির্বাচন কমিশনার সাংবাদিক পুত্র তাহমিদ সাইফ খান বলেন,আমাদের বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ১৮৭ ভোটারের মধ্যে ১২৫ জন ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করেন। এ দায়িত্ব পালনে আমার খুব আনন্দ লাগছে। আমাদের শিক্ষকরা আমাদেরকে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। ভবিষ্যতে যেন আরো দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া চাই।

এদিকে নির্বাচনের পরিবেশ পরিদর্শন করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ অলিউল্লাহ। পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়ের উদ্দিন,সহকারী শিক্ষক জেসমিন আক্তার, আছিয়া খাতুন, শ্যামল কুমার বাড়ৈ, নিলুফা ইয়াসমিন, নূরে আলম, মোখলেছুর রহমান, কুমকুম আক্তার, এআর জ্যোথি প্রমূখ উপস্থিত ছিলেন।

তৃতীয় ছাত্র ঐশিক কীর্তনীয়া অর্ক নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জানান, খুব ভালো লাগছে। এমন একটা আয়োজনে অংশ নিয়ে। আমার বন্ধুরা সবাই ভোট দিয়ে আমাকে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচিত করেছে। আমি খুব খুশি।

ভাষান চন্দ্র কীর্তনীয়া নামে এক অভিভাবক বলেন,আমার ছেলে প্রাথমিক স্কুল জীবনে নির্বাচন করছে এতে আমি খুব খুশি। সে প্রার্থী হতে চাইছে আমি তার আখাঙ্গাকে গুরুত্ব দিয়ে তাকে উৎসাহ দিয়েছি। সে জয়লাভ করেছে আমার বিশ্বাস আমার সন্তান মন দিয়ে পড়ালেখা করে নিজেকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে এটাই আমার প্রার্থনা। আমি সকলশিক্ষক,অভিভাবক,ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ অলিউল্লাহ বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি উদ্যোগকে স্বাগত জানাই।

নির্বাচনে শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষকদের মধ্যে এ উদসবের আমেজ তৈরি করেছে। এতে করে বাচ্চাদের মধ্যে ছোট বয়স থেকেই গণতান্ত্রিক চর্চার মাধ্যমে গণতান্ত্রিক মনোভাব তৈরি হবে বলে আমি মনের করি।

নিজস্ব প্রতিবেদক, ২ জুন ২০২২

Share