চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তায় মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে। ২৮ নভেম্বর রাতে ২২.১০ ঘটিকার সময় সাদুল্যাপুর ইউপির বদরপুর সাকিনের লেংটার মেলা মাজারের পিছনে পশ্চিম পাশের পুকুর পাড়ে যৌথ অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করে।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব সার্বিক দিক নিদের্শনায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এস আই(নিঃ) মিজানুর রহমান, সংগীয় এসআই(নিরস্ত্র) মোঃ জাফর আহমেদ, এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন-১, এসআই(নিরস্ত্র) মিজানুর রহমান (৩), এএসআই(নিরস্ত্র) মোঃ অহিদ উল্যাহ, এএসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম খন্দকার সংগীয় ফোর্স সহ সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ০১। মোঃ সাইফুল ইসলাম প্রকাশ আল আমিন (৩৩) পিতা- মোঃ শহিদ উল্যাহ সরকার, সাং- নান্দুরকান্দি (সরকার বাড়ী) ০২। মোঃ জাহাঙ্গীর (৫০) পিতা- মৃত আয়নাল বেপারী, সাং- গোপালকান্দি, উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর ও ০৩। মোঃ নুরুল ইসলাম প্রকাশ দ্বীন ইসলাম প্রকাশ নুরু (৪১), পিতা- মৃত আঃ খালেক, মাতা- অভূলা খাতুন প্রকাশ অভুলা, সাং- একলারাসপুর (হোসেন বেপারী বাড়ী) পোঃ মজিদপুর, থানা- তিতাস, জেলা- কুমিল্লাদের গ্রেফতার করে।
আসামীদের হেফাজত হইতে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা নামক মাদক দ্রব্য, মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকা এবং গাঁজা খাওয়ার/সেবনের কাজে ব্যবহৃত সামগ্রী (কলকী) উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানার মামলা নম্বর: ৩৭, তারিখ: ২৯ নভেম্বর, ২০২৪ইং, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে। ধৃত আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো: রবিউল হক জানান,মাদক সেবী ও ব্যবসায়ীর বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক, ২৯ নভেম্বর ২০২৪