মতলব উত্তরে যুবকের আ ত্ম হ-ত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রাজু (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে। রাজু ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, ৩ মার্চ বৃহস্পতিবার তার শশুর বাড়ির লোকজন আসে এবং তার স্ত্রীকে নিয়ে যায়। তারপর থেকে তার মনমানুষিকতা তেমন ভালো কাটছিলনা। শুক্রবার দুপুরে রাজুর ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দেয়ার ঘরে অস্বাভাবিক শব্দ হয় । পরে তারপর তার বাবা গিয়ে দেখে রাজু গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তা দেখে তরিঘরে করে তাকে নামিয়ে মাথায় পানি ঢেলে বাচানোর চেষ্টা করে। কিন্তু পরক্ষণেই তার নড়া চড়া বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা মনে করছেন রাজুর শশুরবাড়ির লোকজন এসে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার কারণে তার কষ্ট সইতে না পেরে হয়তো আত্মহত্যা করেছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাসুদ বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি নামানো অবস্থায় দেখি। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

স্টাফ করেসপন্ডেট, ৪ মার্চ ২০২২

Share