মতলব উত্তর

মতলব উত্তরে মেশিনে ধান কাটা-মাড়াই প্রদর্শনী

চাঁদপুরের মতলব উত্তরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই ও রিপার মেশিনের সাহায্যে ধান ও গম কাটার প্রদর্শনী মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার ঘনিয়ারপাড়সহ তিনটি স্থানে দেখানো হয়েছে।

খামার যান্ত্রীকিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (প্রকল্প-২)এর অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রর্দশনী দেখানো হয়।

কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার বলেন, কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করলে প্রতি ১শ’ শতক জমিতে ৪-৫ হাজার টাকা সাশ্রয় হবে। সময় বাঁচবে ৫-৬ ঘন্টা। রিপার মেশিনের মাধ্যমে ধান ও গম কাটলে প্রতি ১শ’ শতক জমিতে দেড়-দুই হাজার টাকা সাশ্রয় হবে। সময় ও বাঁচবে।

প্রর্দশনীর সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার ও অন্যান্য কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট : : আপডেট ২:০০ এএম, ০৪ মে ২০১৬, বুধবার
ডিএইচ

Share