মতলব উত্তর

মা ইলিশ সংরক্ষণে মতলব উত্তরে গণসচেতনতামূলক সভা

আগামী ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২০ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।

এ বিষয়ে বুধবার (৫ অক্টোবর) বিকালে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এবং ফরাযীকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি মিলনায়তে ‘গণসচেতনতামুলক সভা’ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম।

তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষায় কঠিনভাবে আইন প্রয়োগ করা হবে। তাই সকল জেলেরা মা ইলিশ ধরা বন্ধ রাখতে হবে। সরকারের পক্ষ থেকে সকল জেলেদের সর্বোচ্চ সুবিধা দিচ্ছে। ইলিশ জাতীয় সম্পদ। এ জাতীয় সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। ’

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন, ফরাযীকান্দি ইউপি সচিব মো. নাছির আহমেদ, জাতীয় মৎস্যজীবি সমিতির মতলব উত্তর শাখার সাধারন সম্পাদক ওমর আলী, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই ইউনুছ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রব, ২নং ওয়ার্ড মেম্বার মো. জাকির হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড মেম্বার মো. নাছির মুন্সি, ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল হালিম সরকার, ৪নং ওয়ার্ড মেম্বার মাহবুব আলম মিষ্টার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলে ও মৎস্যজীবিরা।

এদিকে ১২নং ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ জানান, ‘ঝাটকা জেলেদেরকে সরকারের পক্ষ থেকে ৩০ কেজি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপির মন্ত্রণালয়ের তহবিল থেকে আরো ১০ কেজিসহ মোট ৪০ কেজি করে চাউল দিচ্ছি। সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে। তাই সরকারি নির্দেশ অনুযায়ী আমার ইউনিয়নের সকল জেলেরা নদীতে মা ইলিশ ধরা বন্ধ রাখবে।’

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share