মতলব উত্তর

মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমন্বয় সভা

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে মতল উত্তর উপজেলার মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে মাসিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় নভেম্বর মাসের মাসিক আইনশৃঙ্খলাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু।

তিনি বলেন, ‘মতলব উত্তর উপজেলাকে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। তিনি যে ভাবে মতলব উত্তর উপজেলায় উন্নয়নমূলক কাজ করছেন অচিরেই এ উপজেলা অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে। মন্ত্রী মহোদয় এ উপজেলায় যেসকল উন্নয়নমূলক প্রকল্প হাতে নিেেছ সেগুলো বাস্তবায়নে সকল প্রশাসনিক কর্মকর্তাদের আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি বা অনিয়ম হলে কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি মন্ত্রীর প্রশংসা করে আরো বলেন, ‘মায়া ভাইয়ের ইচ্ছা উপজেলার সকল জনগণের সেবা নিশ্চিত করার। জনগণের সেবা পৌছে দেবার জন্য যা যা করা দরকার মন্ত্রী মায়া ভাই তা করতে প্রস্তÍত রয়েছেন। উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক রাখতে সকল জনপ্রতিনিধিদের সজাগ ও সর্তক থাকতে হবে। কোনো স্বাধীনতা বিরোধী ও জঙ্গিগোষ্ঠি যাতে উপজেলায় কোনো অরাজকতা করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

পৌর নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘আসন্ন পৌর নির্বাচনে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক থাকে সে দিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। প্রশানকে আমাদের সহযোগিতা করতে হবে।’

মাদক বিষয়ে তিনি বলেন, ‘কোনো মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে ধরিয়ে দিতে পারলে তার ব্যাক্তিগত পক্ষ থেকে ৫ হাজার টা পুরস্কার ঘোষণা করেন। উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) মোঃ নাসির উদ্দিন সরোয়ার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাম্মেল হক, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ প্রমুখ।
কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট
।। আপডেট : ১১:৫৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ

Share