মতলব উত্তরে মাদক কারবারি আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৮ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ লিটন সিকদার(৩৮) আটক করেছে পুলিশ। মতলব উত্তর থানার পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ২.৩০ ঘটিকার সময় উপজেলার সাদুল্যাপুর ইউপিস্থ নতুন হাপানিয়া সংলগ্ন বদরপুর, ০৪নং ওয়ার্ড, ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিং এর ভিতর হইতে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৩৮) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আব্দুল্লাপুর গ্রামের ফিরোজ সিকদারের ছেলে। তার বর্তমান ঠিকানা সাদু

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে থানায় কর্মরত এসআই মোঃ রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালানা করিয়া মতলব উত্তর থানাধীন সাদুল্যাপুর ইউপিস্থ নতুন হাপানিয়া সংলগ্ন বদরপুর, ০৪নং ওয়ার্ড, ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিং এর ভিতর হইতে মাদক ব্যবসায়ী মোঃ লিটন সিকদার(৩৮) আটক করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Share